প্রকাশিত: Thu, Jan 12, 2023 5:10 AM
আপডেট: Sun, Dec 7, 2025 12:19 AM

দেশ পরিচালনায় অনেক অনেক তরুণ নেতৃত্বের দরকার, কিন্তু নুরুল তার যোগ্য নন

আনিস আলমগীর 

রাজনীতিবিদ হওয়ার প্রধান শর্ত হচ্ছে, তিনি দেশের জনগণের পক্ষে কাজ করবেন, দেশের স্বার্থে কাজ করবেন, দেশ বিক্রি করার কোনো ষড়যন্ত্র করবেন না বিদেশিদের সঙ্গে। কিন্তু ইসরায়েলি এক গোয়েন্দা সংস্থার সদস্যের সঙ্গে দেশের বাইরে নুরুলের বৈঠক প্রথমে নুরুল এবং তার দলের নেতা রেজা কিবরিয়া অস্বীকার করেছেন। কিন্তু তার ফোন আলাপ ফাঁস হওয়ায় এখন নুরুল বলছেন, ইসরায়েলি গোয়েন্দা সংস্থার সঙ্গে বৈঠক হলে হয়েছে, ষড়যন্ত্র  হয়েছে, সরকার উৎখাতে ষড়যন্ত্র হলে হয়েছে, তাতে আপনাদের কী!এই কথা একজন প্রাইভেটপার্সন হিসাবে আমি, আপনি এবং আরো অনেকেই বলতে পারি। কিন্তু একজন রাজনীতিবিদ বলতে পারেন না।

এটা যদি নুরুল না জানেন তাহলে তিনি অজ্ঞ, মূর্খ। কারণ তাহলে কোন ভরসায় দেশের মানুষ তার হাতে রাষ্ট্রক্ষমতা তুলে দেবে? দেশের স্বার্থ যে সে বিদেশিদের হাতে বিকিয়ে দেবে না তার গ্যারান্টি আছে? নুরুল হকের ভক্তরা তার মধ্য অনেকেই ভবিষ্যৎ প্রধানমন্ত্রীকে দেখেন। আমি তাকে যখনই দেখি মনে হয় কোনোরাজনৈতিক টোকাইকে দেখছি। এই অভিব্যক্তি ব্যক্ত করায় অতীতে নুরুলের অনেক মুরিদ আমাকে মন্দ কথা বলেছেন। আমার অভিব্যক্তি আরো জোরালো হয়েছে নুরুল সম্পর্কে। আমরা আমাদের দেশ পরিচালনার দায়িত্বটা হাতে তুলে দেবো এমন অনেক তরুণ নেতৃত্বের দরকার, কিন্তু নুরুল তার যোগ্য নন। লেখক: সিনিয়র সাংবাদিক। ফেসবুক থেকে